আবস্থানঃচাঁদপুর সদর উপজেলাধীন ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রাম।
অবকাঠামোঃতৃতীয় তলা ভবন- ১টি, আয়তনঃ ৫৬২৫ বর্গফুট , একতলা ভবন-১টি, আয়তনঃ৪৪২৫ বর্গফুট, আধাপাকা ভবন-১টি, আয়তনঃ ৬৫০ বর্গফুট, শৌচাগার -৫টি, মেয়েদের -১টি , মেয়েদের নামাযের স্থান-১টি, ছেলেদের নামাজের স্থান -০১ টি, শ্রেণীকক্ষ-০৭ টি, অফিস কক্ষ-১টি, শিক্ষক মিলনায়তন-১টি, বিজ্ঞানাগার -১টি , খেলার মাঠ-১টি, ( আয়তন-২৯৫০ বর্গ মিটার) শহীদ মিনার ( মঞ্চ সহ)-টি।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
দুলাল কৃষ্ণ | ০১৭১৮০২৩২৯০ |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
৫৩৬ জন
৮ম শ্রেণীর জুনিয়ার বৃত্তি পেয়েছে একজন। দিলশাদ হোসেন সবুজ(১৯৯৭)
থানা জেলা, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে এথলেটিক্স- এ আয়েশা আক্তার এর কৃতিত্ব অর্জন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য লাভ। এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ব্যয়ে সুদৃশ্য শহীদ মিনার তৈরি। ধারাবাহিক ভাবে এ+ প্রাপ্তি ইত্যাদি।
|
শিক্ষক গুণগত মান আরও বৃদ্ধি করা সেই সাথে শতভাগ পাশ নিশ্চিত করন। জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র- ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা এবং যুগোপযোগী তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করা। সরকারের শিক্ষা নীতির বাস্ত বায়ন। বিদ্যালয়ের ছাত্রদের আবাসিক আবাসন। একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু কর। |
৮ম শ্রেণীর জুনিয়ার বৃত্তি পেয়েছে একজন। দিলশাদ হোসেন সবুজ(১৯৯৭)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস