বিদ্যালয়টি চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদী রেলস্টেশনের দক্ষিণে অবস্থিত । বিদ্যালয়টি দক্ষিণ পূর্বে দিকে ডাকাতিয়া নদী , পূর্বে প্রসিদ্ধ ওমর খান সাহেবের বাড়ি এবং পশ্চিমে আজিজ খান সাহেবের বাড়ি রয়েছে। বিদ্যালয়ে ২টি ভবন আছে। এর মধ্যে একটি পুরাতন ভবন PEDP-2 এর ভবন আছে যা ২০০৮-০৯ অর্থবছরে বাস্তবায়ন করা হয় । বিদ্যালয়ে ৪টি শ্রেণীকক্ষ ও ১টি অফিস রুম আছে। বিদ্যালয়ে ২টি শৌচাগার ও ২টি নলকূপ আছে। বিদ্যালয়ের সামনে ১টি উচ্চ বিদ্যালয় আছে। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য ১টি মাঠ আছে। বিদ্যালয়ের সামনে ৪টি নারকেল গাছ আছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে মনোরম পরিবেশ সৃষ্টি করে।
বিদ্যালয়টি পূর্বে সাং-ইব্রাহিমপুর, উপজেলা –হাইমচর , জেলাঃ চাঁদপুর , এই ঠিকানায় ছিল। নদী ভাঙ্গার কারনে বিদ্যালয়টি বর্তমান স্থানে সাং- মৈশাদী , ৬নং মৈশাদী ইউনিয়ন , ডাকঘর –মৈশাদী , উপজেলা ও জেলা –চাঁদপুর এই ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে। বিদ্যালয়টির জমির পরিমান ৩৩ শতাংশ , জমির দাগ নং-১৩২৮ , জমির খতিয়ান নং -১৫৮ , জমির বর্তমান দাতার নাম জনাব মোঃ সহিদুর রহমান খান।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
শাহার ভানু | ০১৮১৭৬৭৫৭০০ |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
৩৩৪ জন
সমাপনী -২০১০,১০০%সমাপনী২০১১-১০০%
মোট এই বিদ্যালয় থেকে ২০০৭-১১ সাল পর্যন্ত যত ছাত্র/ ছাত্রী সমাপনী পরীক্ষা দিয়েছে তার পাশের হার ১০০%।এর মধ্যে সাধারন বৃত্তি পেয়েছে ০৭ জন এবং ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ০১ জন
ক্যাচমেন্ট এলাকার শিশু ভর্তি নিশ্চিত ১০০%। পাশের হার ১০০%। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ২০১০ এ ৬নং মৈশাদী ইউনিয়ন পর্যায়ে “চ্যাম্পিয়ন” এবং উপজেলা পর্যায়ে শুভেচ্ছা স্মারক অর্জন করে।বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ২০১১ এ ৬নং মৈশাদী ইউনিয়ন পর্যায়ে শুভেচ্ছা উপহার অর্জন করে।খেলাধুলা ২০১২ আন্তঃ উপজেলা পর্যায়ে ২০০মিঃ কাঠি দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে।আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১২ ( ইউনিয়ন পর্যায়ে) এ ০৯ টি প্রথম স্থান সহ মোট ৩১ টি পুরস্কার অর্জন করে।
বিদ্যালয়টিকে “এ”গ্রেডে অন্তভূক্তকরন। বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয় হিসেবে পরিনত করার প্রচেষ্টা রয়েছে। এছাড়াও যুগোপযোগী বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা।
৫১নং মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ডাকঘর ও জেলাঃ চাঁদপুর।
মোবাইল নম্বরঃ ০১৮১৮-৫৩৮৭৩৫।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস