এই বিদ্যালয়টি সদর উপজেলাধীন ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের উওর পশ্চিম প্রান্তে অবস্থিত । যার পশ্চিম প্রান্তে আছ সরকারি রাস্তা। পূর্ব প্রান্তে একটি বড় দীঘি । দক্ষিণে একটি মসজিদ আছে। বিদ্যালয়ের দুইটি ভবন। একটি সরকরি পুরাতন ভবন এবং অন্যটি PEDP-2 এর আওতায় নির্মিত দু’টি কক্ষের একটি ভবন। সামনে একটি খেলার মাঠ । বিদ্যালয়টি শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী আসবাবপত্র ও দুইটি টয়লেট রয়েছে।
এই বিদ্যালয়টি অতি প্রাচীন যা ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। মরহুমা কামিনা বিবি বিদ্যালয় স্থাপনের এই ৩৩ শতাংশ জমি দান করেন। যার দাগ নং-২২০৬ , খতিয়ান নং-৩১১ । ১৯৭৪ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
শাহার ভানু | ০১৮১৭৬৭৫৭০০ |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
২১০ জন
সমাপনী-২০০৯-৯৫%সমাপনী -২০১০-১০০%,সমাপনী ২০১১-১০০%।
মোট ছাত্র/ছাত্রীর ৪৫% হারে সরকারি উপবৃত্তি । ১৮৫ জন ছাত্র-ছাত্রী , তন্মধ্যে সুবিধাভোগী ৮৩ জন।স্থানীয়ভাবে মমিন উল্যাহ ফ্যামেলি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বে-সরকারিভাবে পোশাক, খাতা –কলম বিতরন ৭০% হারে।
২০০৯ সালে প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৫% । ২০০৯ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে শাহার ভানু মৈশাদী ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০১০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% । ২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% । ২০১২ সালে আন্তঃ ইউনিয়ন প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ইউনিয়ন পর্যায়ে ৩১ টি পুরস্কার লাভ। তার মধ্যে প্রথম পুরস্কার ১৪টি , দ্বিতীয় পুরস্কার ১০টি, তৃতীয় পুরস্কার ৭টি।উপজেলা পর্যায়ে ৩টি পুরস্কার লাভ করে। ১টি প্রথম, ১টি দ্বিতীয় এবং ১টি তৃতীয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই বিদ্যালয়টিকে একটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা যেখানে থাকবে শিক্ষার সর্বাধুনিক উপকরন সামগ্রীসহ মনোরম পরিবেশ।
৫৩ নং উওর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ডাকঘর ও জেলাঃ চাঁদপুর।
মোবাইল নম্বরঃ ০১৮১৭৬৭৫৭০০,০১৭২০১৪৩০৯০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস