মৈশাদী ইউপি সংবাদঃ অদ্য ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মৈশাদী ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম পাটওয়ারী সাহেবের সভাপতিত্বে এবং মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মৈশাদী ইউনিয়নের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব(অব.),বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী স্যার। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ খান,বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা অাঃ হামিদ খান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়েনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউপি সদস্য,ইউপি হিসাব সহকারী, ইমাম,সুশীল সমাজ,উদৌক্তা ও গ্রাম পুলিশ প্রমুখ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ,আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ছাত্রী শিল্পীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস