স্থানীয় জনগনের প্রচেষ্টায় ১৯৭৪ ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষকদের অভাবে বিদ্যালয়টি ভাল ভাবে বিদ্যালয়টি পরিচালিত করা সম্ভব হচ্ছে না।
১৯৬৮ ইং সাল অত্র এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিজ মালিকানায় ৩৩ শতাংশ ভূমির উপর দাতা গন স্ব স্ব উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
Image | Name | Mobile | |
---|---|---|---|
মোঃ আবদুল কাদের |
Image | Name | Mobile |
---|
১৩৮ জন
অত্র বিদ্যালয়ে ২০১১ ইং সনে মোট ছাত্র/ছাত্রী ১১১ জন একক সুবিধা ভোগী পরিবার ৪৩ জন এবং একাধিক সুবিধা ভোগী পরিবার ৩জন মোট ৪৬ জন সুবিধা ভোগী পরিবার।
২০১১ ইং সনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুট বল টূনামেন্ট ইউনিয়ন ক্রিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় ।
শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়টি ২তলা ভবন নির্মান করলে ভালো হবে। যোগাযোগ ব্যবস্থা – বাবুরহাট হইতে দক্ষিনে পাকা রাস্তা এবং শাহাতলী পাকা রাস্তা হইতে পশ্চিম দিকে ১ কিঃ মিঃ দূরত্ব বিদ্যালয় মনোরম পরিবেশে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS