এই বিদ্যালয়টি চাঁদপুর সদর উপজেলাধীন ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত । যার পূর্বে এ.এম.এস ব্রিকফিল্ড , দক্ষিণে ডাকাতিয়া নদী, পশ্চিমে বকশি পাটওয়ারী বাড়ি এবং উত্তরে ঐতিহাসিক মিয়া কাশিম খান জামে মসজিদ (ওমর খান বাড়ি) বিদ্যালয়ের দুইটি ভবন যার একটি পুরাতন টিনসেড বিল্ডিং এবং অপরটি ২০১০ সালে প্রতিষ্ঠিত নতুন পাঁকা ভবন। দুইটি ভবন মিলে একটি এল-সেফট্ আকৃতির বিদ্যালয় যাার সামনে রয়েছে খেলার ছোট একটি মাঠ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী প্রয়োজনীয় শ্রেণীকক্ষ, আসবাবপত্র , টয়লেট রয়েছে। বিদ্যালয়ের সামনে দুইটি ফুলের বাগান সহ অভ্যন্তরে ফুলের টব, বীরশ্রেষ্ঠদের নামে শ্রেণীকক্ষ, ২জন কবির নামে ২টি ভবন, উপকরন কক্ষ , দেয়ালে সুসজিজত বিশাল মানটিত্র , মনীষিদের বানী, সিটিজেন চার্টার , নোটিশ বোর্ড , শিশ্তদের নলেজ ব্যাংক রয়েছে। তাছাড়াও রয়েছে সুসজিজত একটি অফিস।
এ বিদ্যালয়টি আতি প্রাচীন ও অত্র ইউনিয়নের সর্বপ্রথম বিদ্যালয় হিসেবে ১৯১৪ খ্রিঃ মৈশাদী গ্রামে প্রতিষ্ঠিত হ। যা তিন বার স্থান পরিবর্তন করে ১৯৬৫ সালে মরহুম বেলায়েত হোসেন পাটওয়ারী। চাঁদপুর এর দেয়া ৩০ শতাংশ বর্তমান ভূমিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়।
Image | Name | Mobile | |
---|---|---|---|
সুরঞ্জিত কর | ০১৭১২১৭৮০৭২ |
Image | Name | Mobile |
---|
১০৭ জন
সমাপনী-২০০৯-৯১%সমাপনী -২০১০-১০০%,সমাপনী ২০১১-১০০%।
২০১১ ইং সনের মোট ছাত্র/ছাত্রী ১০৬ জন এর মধ্যে ৪৫% এ ৪৮ জন উপবৃত্তি পেয়ে আসছে। মোট উপবৃত্তি ছাত্র/ছাত্রীর সংখ্যা ৩৮ জন।
২০১১ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ সহ ২৪% শিক্ষার্থীর জি.পি.এ-০৫ প্রাপ্তি (২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন জি.পি.এ-০৫ )। ২জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। ফলাফলের বিশ্লেষনে ইউনিয়নে ১ম স্থান লাভ।২০১০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাস সহ ৭৪ % প্রথম বিভাগ,০১ জন সাধারন বৃত্তি লাভ।আন্ত ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১২ এ ১১ টি প্রথম স্থান সহ মোট ২৬ পুরস্কার লাভ এবং আন্তঃ উপজেলায় ২টি ইভেন্টে পুরস্কার লাভ।২০১০ সালে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন মৈশাদী ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।২০১১ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর মৈশাদী ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।এছাড়া বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার যুগোপযোগী পরিবেশ ও ফলাফলের কারনে চাঁদপুর সুধিজন মহলে বেশ পরিচিতি লাভ করে। যার ফলে গত ২২/১১/২০১১ ইং তারিখে চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর কন্ঠ”পত্রিকার শিক্ষাঙ্গন পাতায় বিদ্যালয়টিকে নিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই বিদ্যালয়টিকে একটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা যেখানে থাকবে বর্তমান বিশ্বের সাথে তাল মিলাতে যেগোপযোগী বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করাও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।
মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ডাকঘর ও জেলাঃ চাঁদপুর।
মোবাইল নম্বরঃ ০১৭১২৫২৩৪০৩,০১৭১২১৭৮০৭২।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS