Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

এই বিদ্যালয়টি চাঁদপুর সদর উপজেলাধীন ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত । যার পূর্বে এ.এম.এস ব্রিকফিল্ড , দক্ষিণে ডাকাতিয়া নদী, পশ্চিমে বকশি পাটওয়ারী বাড়ি এবং উত্তরে ঐতিহাসিক মিয়া কাশিম খান জামে মসজিদ (ওমর খান বাড়ি) বিদ্যালয়ের দুইটি ভবন যার একটি পুরাতন টিনসেড বিল্ডিং এবং অপরটি ২০১০ সালে প্রতিষ্ঠিত নতুন পাঁকা ভবন। দুইটি ভবন মিলে একটি এল-সেফট্ আকৃতির বিদ্যালয় যাার সামনে রয়েছে খেলার ছোট একটি মাঠ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী প্রয়োজনীয় শ্রেণীকক্ষ, আসবাবপত্র , টয়লেট রয়েছে। বিদ্যালয়ের সামনে দুইটি ফুলের বাগান সহ অভ্যন্তরে ফুলের টব, বীরশ্রেষ্ঠদের নামে শ্রেণীকক্ষ, ২জন কবির নামে ২টি ভবন, উপকরন কক্ষ , দেয়ালে সুসজিজত বিশাল মানটিত্র , মনীষিদের বানী, সিটিজেন চার্টার , নোটিশ বোর্ড , শিশ্তদের নলেজ ব্যাংক রয়েছে। তাছাড়াও রয়েছে সুসজিজত একটি অফিস।