Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাহতলী কামিল (এম.এ) মাদ্রারাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

আবস্থানঃ শাহাতলী কামিল ( এম.এ) মাদ্রারাসাটি ডাকাতিয়া – মেঘনা বিধৌত উপকূলীয় এলোকায় সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৩৩নং হামানকর্দ্দি মৌজা ও গ্রামের শাহাতলী ডাকঘরের অধীনে অবস্থিত ১১১ বছরের পুরানো একটি দ্বীনি বৃহ্ত্তর বিদ্যাপীঠ । ইহার অবস্থান ৬নং মৈশাদী ও ৪নং শাহামাহমুদপুর ইউনিয়ন দুইটির মিলনস্থলে বিধায় উভয় ইউনিয়নের কার্যালয় ও জনগণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে।

অবকাঠামোঃ এ যাবৎ বিভিন্ন সময়ে প্রয়োজনীয়তার প্রেক্ষিতে টিনের দোচালা ঘর থেকে পর্যায় ক্রমে সরকারী ও বেসরকারী উদ্যোগে দ্বিতল বিশিষ্ট একাডেমিক ভবন , একতলা ফ্যাসিলেটিজ ও ভোকেশনাল ভবন , টিনসেড ইবতেদায়ী শাখা, টিনের চালা বিশিষ্ট আধাপাকা পাকাঘর ও একতল বিশিষ্ট পাকা মসজিদ নির্মিত হয়। এ ধারায় তৎকালীন এস.ডি ও জনাব হাবিবুর রহমানের তত্ত্বাবধানে ত্রিতল বিশিষ্ট ছাত্রা বাস নির্মান করা হয়।