আবস্থানঃ শাহাতলী কামিল ( এম.এ) মাদ্রারাসাটি ডাকাতিয়া – মেঘনা বিধৌত উপকূলীয় এলোকায় সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৩৩নং হামানকর্দ্দি মৌজা ও গ্রামের শাহাতলী ডাকঘরের অধীনে অবস্থিত ১১১ বছরের পুরানো একটি দ্বীনি বৃহ্ত্তর বিদ্যাপীঠ । ইহার অবস্থান ৬নং মৈশাদী ও ৪নং শাহামাহমুদপুর ইউনিয়ন দুইটির মিলনস্থলে বিধায় উভয় ইউনিয়নের কার্যালয় ও জনগণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে।
অবকাঠামোঃ এ যাবৎ বিভিন্ন সময়ে প্রয়োজনীয়তার প্রেক্ষিতে টিনের দোচালা ঘর থেকে পর্যায় ক্রমে সরকারী ও বেসরকারী উদ্যোগে দ্বিতল বিশিষ্ট একাডেমিক ভবন , একতলা ফ্যাসিলেটিজ ও ভোকেশনাল ভবন , টিনসেড ইবতেদায়ী শাখা, টিনের চালা বিশিষ্ট আধাপাকা পাকাঘর ও একতল বিশিষ্ট পাকা মসজিদ নির্মিত হয়। এ ধারায় তৎকালীন এস.ডি ও জনাব হাবিবুর রহমানের তত্ত্বাবধানে ত্রিতল বিশিষ্ট ছাত্রা বাস নির্মান করা হয়।
এলাকার ধর্মপ্রান মুসলমানদের অনুপ্রেরণায় ও এলাকার প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আনোয়ার উল্লাহ সাহেবের নিষ্ঠাপূর্ন বলিষ্ঠ উদ্যোগে প্রখ্যাত দানবীর হাজী ছমির উদ্দিন ক্বারী সাহেবের দানের মাধ্যমে ১৮৯৮ ইং সনে দোঁচালা টিনের ঘর দিয়ে ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা নামে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে প্রখ্যাত আধ্যাত্নিক সাধক হযরত মাওলানা শাহ মাদমুদ বোগদাদী (রহঃ) এর স্মৃতি চারণে এর নাম করণ করা হয় শাহাতলী সিনিয়র মাদ্রাসা রুপে ।
Image | Name | Mobile | |
---|---|---|---|
জনাব মাওলানা মোঃ বিল্লাল হোসাঈন | ০১৭৪৬০৫৩৮৩৭ |
Image | Name | Mobile |
---|
৬৯৫ জন
জে.ডি.সি-২০১০-১০০%,দাখিল ১০০%
জে.ডি.সি-২০১১-১০০%, দাখিল ৭৬.৭৫%
২০০৫-০৬ শিক্ষাবর্ষে কামিল আয়েশা আক্তার মেধা তালিকায় শিক্ষাবৃত্তি প্রাপ্ত হয় এবং ২০০৮ সনে ৫ম শ্রেণিতে মোঃ নুরুল ইসলাম সাধারণ বৃত্তি অর্জন করে তিন বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রাপ্ত হয়।
উপজেলা , জেলা , বিভাগ ও আঞ্চলিক পর্যায়ে এথলেটিক্স এ সীমা আক্তার , দাবা খেলায় মোঃ সোহেন আক্তার কৃতিত্ব অর্জন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য লাভ। ২০১০ খ্রিঃ অত্র বিদ্যালয় হতে অরুন নন্দী স্মরণে আয়োজিত বির্তক প্রতিযোগিতায় নিরক্ষরতাদূরীকরণে নারীর ভুমিকা আলোচ্য বিষয়ে ২য় স্থান অর্জন করে।
শিক্ষক গুণগত মান আরও বৃদ্ধি করা সেই সাথে শতভাগ পাশ নিশ্চিত করন। জে. ডি.সি ও এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র- ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা এবং যুগোপযোগী তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করা। সরকারের শিক্ষা নীতির বাস্ত বায়ন। বিদ্যালয়ের ছাত্রদের আবাসিক আবাসন। একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু কর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS