১৯৪২ খ্রিস্টাব্দে অত্র এলাকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিজ মালিকানার ৩০ শতক ভূমির উপর নিম্ন লিখিত দাতাগন স্ব উদ্যেগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দান সূত্রে বিদ্যালয়ের জমির মালিক মৃতঃ বাহাদুর খান, মৃতঃ ফৌজদার খান, মৃতঃ দায়িম খান, মৃতঃ দিদার খান, মৃতঃ বলিয়ার খান, ও মৃতঃ চাঁন খান এর ওয়ারিশগন বিদ্যালয়ের সম্পত্তি দান করেছেন, তাদের শিক্ষা বিস্তারের অসাধারণ ত্যাগ এবং অদম্য স্পৃহার ফসল এ প্রতিষ্ঠানটি।
Image | Name | Mobile | |
---|---|---|---|
অঞ্জন কুমার দত্ত | ০১৭১৪৩৪৬৭৭০ |
Image | Name | Mobile |
---|
২০১০ সালে কেন্দু আন্ত প্রাঃ বিঃ গোল্ড কাপ টূনামেন্ট ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ান ২০১১ সালে বঙ্গবন্দু আঃ প্রাঃ প্রাঃ আন্তঃ কাপ টূনামেন্ট ও বঙ্গমাতা আন্তঃ গোল্ড কাপ টূনামেন্ট রানাস আপ।
শিক্ষার মান উন্নয়ন ফলাফল ধারাবাহিক ভাবে বৃদ্ধিকরণ ছাত্র/ছাত্রীর সংখ্যা বৃদ্ধিকরণ এবং ঝড়ে পড়া রোধের পরিকল্পনা রয়েছে।
৫৫নং শাহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকঘর ও জেলাঃ চাঁদপুর।
মোবাইল নম্বরঃ ০১৭১৪৩৪৬৭৭০
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS