Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Maishadi Union Parishad mourns the death of former Chairman of Maishadi Union Mr. Md. Mokhlesur Rahman Mizi
Details

মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছুর রহমান মিজি সাহেবের মৃত্যুতে মৈশাদী ইউনিয়ন পরিষদের শোক প্রকাশ ।

অদ্য ২৪/০৮/২০২১ ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকায় চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের ০২ বারের সফল চেয়ারম্যান জনাব মোখলেছুর রহমান মিজি সাহেব ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না-ইলাহি রাজিউন। তিনি মৈশাদী  ইউনিয়ন পরিষদের ( ১৯৯৩ -১৯৯৭ ) সাল পর্যন্ত ১ম মেয়াদে এবং (২০০৩ - ২০১১ ) সাল পর্যন্ত ২য় মেয়াদে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন । 

মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছুর রহমান মিজি সাহেবের মৃত্যুতে মৈশাদী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে  শোক প্রকাশ করা হয় । শোক প্রকাশ করেন মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুজ্জামান (মানিক), ইউপি সচিব জনাব মোঃ আবু বকর  মানিকসহ সকল ইউপি সদস্য,সদস্যা,উদ্যোক্তা এবং গ্রাম পুলিশবৃন্দ। 

Attachments
Image
Publish Date
24/08/2021
Archieve Date
31/12/2022