রেজুলেশান অনুলিপি
আলোচ্য বিষয়ঃ ২০২১-২২ অর্থ বছরের কাবিটা ২য় পর্যায়ের প্রকল্প দাখিল প্রসংঙ্গে ।
সভার স্থানঃ ৬নং মৈশাদী ইউপি সভা কক্ষ,সভার তারিখঃ ২৫/০৪/২০২২,সময়ঃ সকাল ১০.০০ ঘটিকা ।
আলোচনা ও সিদ্ধামত্মঃ
অদ্য ২৫/০৪/২০২২ খ্রিঃ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় অত্র ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ নূরম্নল ইসলাম সাহেবের সভাপত্বিতে উপস্থিত সকল সদস্যগণকে শুভেচ্ছা বিনিময় করে সভার কাজ আরম্ভ করা হয়। সভায় জানানো হয় যে, ২০২১-২২ অর্থ বছরের কাবিটা ২য় পর্যায়ের প্রকল্প
দাখিল করিতে হইবে। উপস্থিত ইউনিয়ন কমিটির সদস্যগণ আলোচ্য বিষয়ে আলোচনা ও পর্যলোচনা করিয়া যথাযথ পরিপত্র অনুসরন পূর্বক নিমেণাক্ত প্রকল্প দাখিলের প্রসত্মাব করেন। অতপর সকালের সর্বসম্মতিক্রমে নিমণ প্রকল্পটি অনুমোদিত ও গৃহিত হয়।
ক্র.নং |
২০২১-২২ কাবিটা ২য় পর্যায় প্রকল্পের নাম |
ওয়ার্ড নং |
বরাদ্দের পরিমান |
১ |
হামানকর্দ্দি জুয়েল ঢালীর বাড়ি হইতে গাজী বাড়ি পর্যমত্ম রাসত্মার দুই পাশে মাটি ভরাট। |
০৭ |
৫৪,২৬২/- |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS